spot_img

গণভোটের প্রশ্নমালা জটিল হলে, ‘না’ ভোট পড়ার ঝুঁকি থাকবে: সাইফুল হক

অবশ্যই পরুন

গণভোটের প্রশ্নমালা জটিল হলে, ‘না’ ভোট পড়ার ঝুঁকি থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, গণভোটের অধ্যাদেশের নীতিমালায় কোনো অস্পষ্টতা থাকা উচিত নবে না।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভার বিষয়বস্তু ছিল বিদেশী কোম্পানির কাছে বন্দর লিজ প্রদানের ঘটনা।

এ সময় সাইফুল হক বলেন, গণভোটে চারটি প্রশ্নের এক উত্তর জটিলতা তৈরি করতে পারে, বরং একটি প্রশ্নে গণভোট হওয়া উচিত।

সাইফুল হক প্রশ্ন তোলেন, যদি গণভোটে ‘না’ জয়যুক্ত হয়, তাহলে সংস্কারের পরিণতি কী হবে?

একই সঙ্গে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর লিজ প্রদানের বিষয়টি সমালোচনা করে বলেন, কোনো দাবি না থাকার পরও, আড়াই মাস মেয়াদ থাকা সরকারের এ ধরনের কাজ জনগণকে বিস্মিত ও ক্ষুব্ধ করেছে এবং এটি অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ারবর্হিভূত কাজ।

সর্বশেষ সংবাদ

দেশে দারিদ্র্যসীমার নিচে যাওয়ার ঝুঁকিতে এক-তৃতীয়াংশ মানুষ: বিশ্বব্যাংক

বাংলাদেশে প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ যা দেশের মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ অসুস্থতা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো অপ্রত্যাশিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ