চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনা বিদেশিদের হাতে যাবে কিনা এ নিয়ে ৪ ডিসেম্বর রায় দেবেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজির ও ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ রায়ের এ তারিখ নির্ধারণ করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, ব্যারিস্টার আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
রিটকারী বিএনপির আইনজীবীরা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকার এমন স্পর্শকাতর ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিতে পারে না। চট্টগ্রাম বন্দরের পরিচালনা বিদেশিদের হাতে যাবে কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার।
আর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে—এটা ভ্রান্ত ধারণা। অন্তর্বর্তী সরকার বন্দরের টার্মিনাল পরিচালনার সিদ্ধান্ত নিতে পারে নির্বাচিত সরকারের মতোই।
এর আগে, গত ২০ নভেম্বর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির সকল কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয় উচ্চ আদালত।

