spot_img

কনসার্ট থেকে দেয়াল টপকে পালানোর ভিডিও ভাইরাল, যা বললেন ঐশী

অবশ্যই পরুন

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, এক নারী বিশৃঙ্খলার মধ্যে মইয়ের মাধ্যমে দেয়াল টপকে বের হয়ে আসছেন। যা বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে পোস্ট করে দাবি করা হয়েছে―মেয়েটি নাকি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশীর পালানোর দৃশ্য! আর এই দাবি ভিত্তিহীন বলে জানিয়েছেন এ গায়িকা।

সোমবার (২৪ নভেম্বর) একটি সংবাদমাধ্যমকে ঐশী বলেন, বিষয়টি একদমই ভিত্তিহীন। কিছুটা হাস্যকরও লাগছে। চুল ও পোশাক দেখলেই বুঝতে পারবেন- ভিডিওতে থাকা নারী আমি নই। আর এটি যাচাই করা মোটেও কঠিন নয়। এরপরও সবাই কেন কনফিউজড হচ্ছে, তা বুঝতে পারছি না।

গত ২২ নভেম্বর গাজীপুরের শিমুলতলীর আর্মি ফার্মা মাঠে বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় গান পরিবেশন করেছেন ঐশী। রাত ১০টার দিকে মেলায় বিশৃঙ্খলা হওয়ার খবর এলেও গায়িকা জানান, ওই সময় সেখানে ছিলেন না তিনি।

ঐশীর ভাষ্যমতে, সেদিন আমাদের শো বেশ সুন্দরভাবে শেষ হয়েছে। শো শেষ হওয়ার পর গাড়িতে করে নিরাপদেই বাসায় ফিরেছি। আমরা যতক্ষণ মেলায় ছিলাম, ততক্ষণ কোনো বিশৃঙ্খলা দেখিনি। কিন্তু বাসায় ফেরার পর শুনেছি, আমরা বের হওয়ার পর ঝামেলা হয়েছে সেখানে।

সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, ঐশী নাকি বিশৃঙ্খলার মধ্যে আটকা পড়েছিলেন এবং সেখান থেকে দেয়াল টপকে বের হয়েছেন। এ ব্যাপারে গায়িকা দৃঢ়ভাবে বলছেন, এসব একদমই গুজব।

এ ব্যাপারে বিভ্রান্তি এড়াতে ফেসবুক ভেরিফায়েড পেজে রোববার (২৩ নভেম্বর) বিকেল চারাটর দিকে একটি আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছেন ঐশী। সেখানে তিনি লিখেছেন, ‘আমার কনসার্ট থেকে প্রস্থান করার পর গাজীপুর শিমুলতলী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার সঙ্গে আমার বা আমার টিমের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমরা অনুষ্ঠানস্থল নিরাপদে ত্যাগ করার পরই ঘটনাটি ঘটে।’

এছাড়া সংবাদমাধ্যম ও জনসাধারণের উদ্দেশে তিনি লিখেছেন, ‘বিভিন্ন প্ল্যাটফর্মে কিছু ভুল ও অসত্য তথ্য ছড়িয়ে পড়ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। জনসাধারণকে বিভ্রান্ত না করার স্বার্থে সংবাদমাধ্যমের ভাইদের প্রতি বিনীত অনুরোধ—দয়া করে যাচাই-বাছাই করা তথ্যই প্রচার করুন।’

সর্বশেষ সংবাদ

গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন

গণভোট অধ্যাদেশ-২০২৫ এর খসড়া নীতিমালা অধ্যাদেশ আকারে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের...

এই বিভাগের অন্যান্য সংবাদ