যারা নারী তারকাদের নিয়ে প্রায়ই কুরুচিকর আক্রমণ ও কটাক্ষ করেন তাদের বিরুদ্ধে মুখ খুলেছেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি। তিনি এ ধরনের সমালোচক এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তিনি দাবি করেন, সোশ্যাল মিডিয়ায় নারীদের প্রতি অশ্লীল মন্তব্য বা আক্রমণকে রাস্তায় শ্লীলতাহানির চেষ্টার মতোই গুরুতর অপরাধ হিসেবে গণ্য করে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত।’
সাম্প্রতিক এক মন্তব্যে নিজের ক্ষোভ প্রকাশ করে হুমা কুরেশি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ আছেন, যারা প্রথমে আমাকে বিকিনি পরা ছবি পোস্ট করার কথা বলেন। আর আমি যদি সত্যি পোস্ট করি, তখন তারাই আবার মন্তব্য করেন, ‘এসব কী করছেন?’ এ ধরনের দ্বিমুখী আচরণ যেমন বিরক্তিকর, তেমনই অত্যন্ত দুঃখজনক।’
রাস্তাঘাটে কোনো মহিলাকে কুমন্তব্য বা উত্ত্যক্ত করলে যেমন শাস্তি দেওয়া হয়, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও একই ধরনের শাস্তির বিধান থাকা উচিত বলে মনে করেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘কোনো তফাৎ থাকা উচিত নয়। যদি আপনি আমার ইনবক্সে অশ্লীল ছবি বা কুরুচিকর মন্তব্য পাঠান, তাহলে আপনারও শাস্তি হওয়া উচিত।’
তার কথায়, ‘আমি শুধুমাত্র একটি কথাই বলতে চাই মহিলারা কী পরে বাইরে যাচ্ছেন, তাদের মেকআপ, তাদের জীবনশৈলী, তাদের কাজ, রাতে কখন বাড়ি ফিরছেন এসব নিয়ে কুমন্তব্য করা বন্ধ করুন।’
প্রসঙ্গত, ‘দিল্লি ক্রাইম ৩’ এবং ‘মহারানি ৪’ সিরিজে তার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। এই দুটি সিরিজে নিজের শক্তিশালী অভিনয় দক্ষতার মাধ্যমে হুমা বর্তমানে দর্শকের মনে আরও বেশি জায়গা করে নিয়েছেন।

