spot_img

ব্রুনাইয়ের জালে বাংলাদেশের ৮ গোল

অবশ্যই পরুন

চীনের চংকিনে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্ম বজায় রাখল বাংলাদেশ। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও ব্রুনাই দারুসসালামকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজরা।

যদিও গোলের বন্যায় কেউ হ্যাটট্রিক করতে পারেননি, তবে রিফাত কাজী ও অপু দুটি করে গোল করেছেন। মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফ পেয়েছেন একটি করে গোল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ১৩ মিনিটে বাঁ দিক থেকে ফয়সালের দারুণ পাস থেকে অপু প্রথম গোলটি করেন। ২৩ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার শটে ব্যবধান দ্বিগুণ করেন রিফাত কাজী। রিদুয়ানের নিখুঁত পাস থেকে ফয়সাল ৩-০ করেন। পরের মিনিটেই মানিক দূরপাল্লার শটে লিড বাড়ান ৪-০ তে।

বিরতির পর মাত্র চার মিনিটের মাথায় রিদুয়ানের ক্রস থেকে অপু নিজের দ্বিতীয় গোলটি করেন। ৭৩ মিনিটে ফয়সালের লং শট গোলরক্ষক ফিরিয়ে দিলে রিফাত রিবাউন্ডে গোল করে জোড়া গোল পূর্ণ করেন। দুই মিনিট পর ব্রুনাইয়ের বক্সে তৈরি বিশৃঙ্খলা কাজে লাগিয়ে আলিফ ঠান্ডা মাথায় বল জালে পাঠান। এরপর ৭৯ মিনিটে বায়েজিদের দুর্দান্ত শটে স্কোরবোর্ডে শেষবারের মতো যোগ হয় বাংলাদেশের অষ্টম গোল।

বড় জয়ের পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন জানান, “ছেলেরা শুরু থেকেই আক্রমণাত্মক ও ইতিবাচক ফুটবল খেলেছে। সেই কারণেই গোলের সুযোগ তৈরি হয়েছে এবং তারা তা কাজে লাগিয়েছে। এই জয়ের জন্য ফুটবলারদের ধন্যবাদ। আগামী ম্যাচেও আমরা ধারাবাহিকতা ধরে রাখতে চাই।”

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। স্বাগতিক চীন, ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইনও রয়েছে একই গ্রুপে। গ্রুপের চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে মূলপর্বে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপে চীন ও বাহরাইনকে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘মহিলারা কী পরে বাইরে যাচ্ছেন, তা নিয়ে কুমন্তব্য বন্ধ করুন’

যারা নারী তারকাদের নিয়ে প্রায়ই কুরুচিকর আক্রমণ ও কটাক্ষ করেন তাদের বিরুদ্ধে মুখ খুলেছেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি।...

এই বিভাগের অন্যান্য সংবাদ