spot_img

পেশোয়ারে এফসি সদর দপ্তরে ঢুকে পড়ার চেষ্টা, আত্মঘাতী ৩ হামলাকারীসহ নিহত ৬

অবশ্যই পরুন

পাকিস্তানের পেশোয়ারে ফেডারেল কনস্ট্যাবুলারির (এফসি) সদর দপ্তরে আত্মঘাতী হামলার চেষ্টা বানচাল করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। অভিযানে তিন হামলাকারী নিহত হয়েছে এবং এফসির তিন সদস্য শহিদ হয়েছেন বলে সোমবার (২৪ নভেম্বর) কর্মকর্তারা জানিয়েছেন।

পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) ড. মিয়ান সাঈদ জানান, তিনজন আত্মঘাতী হামলাকারী এফসি সদর দপ্তরে প্রবেশের চেষ্টা করে। তিনি বলেন,‘একজন হামলাকারী প্রধান ফটকের সামনে নিজেকে বিস্ফোরিত করে। বাকি দুইজন ভেতরে ঢোকার চেষ্টা করে এবং প্রাঙ্গণে প্রবেশ করতে সক্ষম হয়।’ খবর জিও নিউজের।

সিসিপিও জানান, ভেতরে ঢোকা দুই হামলাকারীকে এফসি সদস্যরা দ্রুত মোকাবিলা করেন এবং গুলিবিনিময়ে তাদের নিহত করা হয়। তিনি নিশ্চিত করেন, তিনজনই আত্মঘাতী বোমা হামলাকারী ছিলেন এবং তিনজনকেই ঘটনাস্থলেই নিয়ন্ত্রণ করা হয়েছে। ড. সাঈদ বলেন,‘এফসি সদস্যদের সময়োপযোগী প্রতিরোধ একটি বড় ধরনের বিপর্যয় ঠেকিয়েছে।’

ঘটনার পর সদর এলাকার আশপাশ ঘিরে ফেলা হয় এবং যান চলাচল বন্ধ রাখে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি একটি বৃহৎ অনুসন্ধান অভিযান শুরু হয়েছে।হাসপাতাল সূত্র জানায়, হামলায় দুই এফসি সদস্যসহ মোট পাঁচজন আহত হয়েছেন। এদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ফেডারেল কনস্ট্যাবুলারির ডেপুটি কমান্ড্যান্ট জাভেদ ইকবালও হামলাকারীদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলায় এফসির তিন সদস্য শহিদ হয়েছেন। তিনি আরও বলেন,‘সদর দপ্তরের ভেতরে সমন্বিত তল্লাশি অভিযান চলছে, যাতে কোনো অতিরিক্ত হুমকি বাকি রয়েছে কি না তা নিশ্চিত করা যায়।’

সর্বশেষ সংবাদ

জাতীয় নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চান প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ