spot_img

নির্বাচন ঘিরে ৮০ পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে ইসি

অবশ্যই পরুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ৮০টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে বলে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক নিশ্চিত করেছেন।

রোববার (২৩ নভেম্বর) তিনি বলেন, ৮০টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপ মঙ্গলবার। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম পর্বে ৪০টি এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আরও ৪০টি সংস্থার সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

গত ১৪ সেপ্টেম্বর ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় ইসি এবং পুনরায় নতুন ১৬টি সংস্থাকে নিবন্ধন দিতে দাবি-আপত্তি আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি করে সংস্থাটি।

এর মধ্য থেকে ১৫টিকে নিবন্ধন দেওয়া হবে। চূড়ান্ত ৬৬টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে ১৪টি যুক্ত করে ৮০টির সঙ্গে সংলাপে বসছে ইসি এবং শুনানি শেষে আরও একটি সংস্থা এ সংলাপে যুক্ত হতে পারে।

সর্বশেষ সংবাদ

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে কী আলোচনা হলো, জানালেন খসরু

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু...

এই বিভাগের অন্যান্য সংবাদ