‘নির্বাচন আর গণভোট একসঙ্গে হলে গণহত্যা হবে’ জামায়াতে ইসলামীর আমির এ ধরনের বক্তব্য দিয়েছেন উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত আমিরের এমন বক্তব্য আতঙ্ক তৈরির ইঙ্গিত। একটি দলের প্রধান হয়ে গণহত্যার কথা বলে হুমকি দিলে জনগণ ভালোভাবে নেবে না। জাতিকে সতর্ক থাকতে হবে।
রোববার (১১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্রে উত্তরণে করণীয় শীর্ষক সেমিনারে তিনি এ সব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, প্রশাসনকে তাদের কথায় উটতে বসতে বলে একটি দল আরেকটি ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ইঙ্গিত দিচ্ছে।
রিজভী বলেন, বাংলাদেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। এখন একটা সুযোগ এসেছে। যদি নিজেদের শাসন নিজেরা নিশ্চিত না করা যায়, দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
তিনি বলেন, রাজনীতিতে সহনশীলতা না থাকার কারণে সমাজেও অসহিষ্ণুতা বাড়ছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা নেয়, তারাই নানা বিভাজন তৈরি করে। এক দলের রাজনীতি করলে তার জানাজায় অন্যরা আসে না, এটা গণতন্ত্রের সংকট। বাংলাদেশের গণতন্ত্রের এই সংকটের জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা। খালেদা জিয়া গণতন্ত্রকামী বলেই তাকে কখনো দেশ ছেড়ে পালাতে হয়নি।

