spot_img

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি লাল, হলুদ, সবুজ ৩ ভাগে নিয়ন্ত্রণ হবে: ইসি সচিব

অবশ্যই পরুন

আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সারা দেশকে লাল, হলুদ, সবুজ—তিন ভাগে ভাগ করে কৌশল গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার (২৩ নভেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে কমনওয়েলথের ৬ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাতের পর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানিয়েছেন।

প্রায় এক ঘণ্টা ধরে চলা আলোচনার পর সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, কমনওয়েলথ কর্তৃপক্ষ গণভোটকে ইসির জন্য একটি বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ হিসেবে দেখছে। একইসাথে, তারা নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে। কমনওয়েলথ মনে করে, বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়াবে। তবে কমনওয়েলথ তাদের প্রতিনিধি দল পাঠাবে কি না, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বৈঠকে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে জোর দেওয়ার আহ্বান জানান। তিনি প্রবাসী ভোটিং নিয়ে ইসির চলমান উদ্যোগের প্রশংসা করেন এবং ইসি চাইলে যেকোনো ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

সর্বশেষ সংবাদ

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে কী আলোচনা হলো, জানালেন খসরু

জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু...

এই বিভাগের অন্যান্য সংবাদ