spot_img

একই দিনে নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জ: সিইসি

অবশ্যই পরুন

একই দিনে নির্বাচন ও গণভোট করা নির্বাচন কমিশনের (ইসি) জন্য চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করতে ইসির কাছে সরকার চিঠি দিয়েছে। গণভোট ও নির্বাচন একই দিনে করার মতো এমন চ্যালেঞ্জের মুখে কমিশন এর আগে পড়েনি।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, গণভোটের আইনের মধ্যে প্রসিডিউরটা বলা থাকবে। সেই অনুযায়ী গণভোট হবে। সামনের সপ্তাহে গণভোট আইন করা হবে। আইনটা হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন।

তিনি বলেন, সিইসি ও সরকার একটা ফ্রি ফেয়ার নির্বাচন দিতে অঙ্গীকারবদ্ধ। নির্বাচনের সময় ইসি পুরোপুরি প্রস্তুত থাকবে। আমাদের ৪২ হাজার পোলিং সেন্টার থাকবে। সব সেন্টারে সিসি ক্যামেরা দেওয়া কঠিন হবে। কারণ এত সিসি ক্যামেরাকে নির্বাচনের পরে কী করা হবে? নির্বাচনের সময় সাংবাদিক ও পর্যবেক্ষকরা আমাদের সিসি ক্যামেরা।

সিইসি বলেন, নির্বাচন করতে ইসির প্রস্তুতি চলছে পুরোদমে। নির্বাচনের সময় ৫ শতাংশ কাজ ইসি করবে। বাকি ৯৫ শতাংশ কাজ করবে অন্যরা।

সিইসি আরও বলেন, পোস্টাল ভোটের ক্ষেত্রে মানুষের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু প্রবাসে অনেকের ঠিকানা ভুল, অনেকের পাসপোর্ট নেই।

সর্বশেষ সংবাদ

দেশের উন্নয়নে দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থ উপদেষ্টা

স্বপ্ন, পরিশ্রম ও মানবিকতার মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ