spot_img

বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র-গণতন্ত্র বিফলে যাবে: প্রধান বিচারপতি

অবশ্যই পরুন

বিচার বিভাগ ব্যর্থ হলে সংবিধান নির্বাক হয়ে যায়। এই বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্রও ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিস আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনে লিখিত বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, বিশ্বজুড়ে সংকট ও অস্থিরতার সময় বিচার বিভাগকে সবচেয়ে বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এই বিভাগের সংস্কার শুধু সৌন্দর্যবর্ধন নয়, রাষ্ট্রের ন্যায় ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার সংগ্রাম। সংবিধানের সঙ্গে সম্পর্কে বিশুদ্ধ করতেই জুলাই বিপ্লব হয়েছিল। তখন স্বচ্ছতা, জবাবদিহি, জনসাড়া-এই তিন গুণ জনমানসে প্রধান সুর হয়ে উঠেছিল।

অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা একটি বড় সমস্যা। এই অঞ্চলের নিরাপত্তা বিবেচনায় এই সমস্যা সমাধানে উদ্যেগ নিতে হবে। এ সময় জাতীয় স্বার্থকে প্রধান্য দিয়ে বঙ্গোপসাগরীয় অঞ্চলসহ বিশ্বের বড় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে যাচ্ছে সরকার।

সর্বশেষ সংবাদ

তাইজুলের ঘূর্ণিতে বড় জয়ের অপেক্ষায় বাংলাদেশ

সাকিব আল হাসানকে টপকে টেস্টে বাংলাদেশের হয়ে এখন সর্বোচ্চ উইকেটের মালিক তাইজুল ইসলাম। মিরপুর টেস্টের চতুর্থ দিনে এই কীর্তি...

এই বিভাগের অন্যান্য সংবাদ