আজ শনিবার (২২ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় ফোনালাপটি ফাঁস হয়। হেলাল উদ্দিন নামে এক সাংবাদিক ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে এই ফোনালাপ প্রকাশ করেন। হেলাল উদ্দিনের পোস্টটি ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে শেয়ার করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘‘আমি কারফিউ-টারফিউ দিলাম…। আমি কিন্তু ঠিক করছিলাম রাষ্ট্রপতির কাছে যাব… লিখে-টিকে (পদত্যাগপত্র) সব রেডি করছি… কারণ এভাবে মানুষ মাইরা থাকার কোনো মানে হয় না।’’
এসময় হাছান মাহমুদকে বলতে শোনা যায়, ‘‘ইমার্জেন্সি দেন।’’


