spot_img

‘অসম্ভব, এ দেশে আর না’ পলাতক হাসিনা-হাছানের ফোনালাপ

অবশ্যই পরুন

ভারতে পালিয়ে থাকা স্বৈরশাসক শেখ হাসিনা ও সাবেক সদস্য তথ্যমন্ত্রী হাছান মাহমুদের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। ফোনালাপে হাসিনাকে বলতে শোনা যায়, ‘আমি কিন্তু থাকবো না, অসম্ভব, এ দেশে আর না।’

আজ শনিবার (২২ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় ফোনালাপটি ফাঁস হয়। হেলাল উদ্দিন নামে এক সাংবাদিক ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে এই ফোনালাপ প্রকাশ করেন। হেলাল উদ্দিনের পোস্টটি ফেসবুকে নিজের ভেরিফায়েড  অ্যাকাউন্টে শেয়ার করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘‘আমি কারফিউ-টারফিউ দিলাম…। আমি কিন্তু ঠিক করছিলাম রাষ্ট্রপতির কাছে যাব… লিখে-টিকে (পদত্যাগপত্র) সব রেডি করছি… কারণ এভাবে মানুষ মাইরা থাকার কোনো মানে হয় না।’’

এসময় হাছান মাহমুদকে বলতে শোনা যায়, ‘‘ইমার্জেন্সি দেন।’’

জবাবে হাসিনা বলেন, ‘‘ইমার্জেন্সি দিয়ে লাভ হবে কী? যেটুকু রুল ওই টুকুই তো… এর বেশি হয় না। এই জন্য রাষ্ট্রপতির কাছে (পদত্যাগপত্র) দিয়ে আসলে… তারা যা কিছু করার করুক। কারণ এভাবে আর সম্ভব না। বলছি… ২৪ ঘণ্টা সময় নিতে… দেখা যাক কী করে…। আমি বলেছি… আমি কিন্তু থাকবো না, অসম্ভব, এ দেশে আর না।’’

1

সর্বশেষ সংবাদ

তাইজুলের ঘূর্ণিতে বড় জয়ের অপেক্ষায় বাংলাদেশ

সাকিব আল হাসানকে টপকে টেস্টে বাংলাদেশের হয়ে এখন সর্বোচ্চ উইকেটের মালিক তাইজুল ইসলাম। মিরপুর টেস্টের চতুর্থ দিনে এই কীর্তি...

এই বিভাগের অন্যান্য সংবাদ