spot_img

প্রাকৃতিকভাবে মাছ উৎপাদনের পাশাপাশি কৃত্রিম চাষের পরিধি বাড়ানোর আহ্বান মৎস্য উপদেষ্টার

অবশ্যই পরুন

নিরাপদ মাছ উৎপাদনের জন্য মৎস্য চাষীদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। এসময় প্রাকৃতিকভাবে মাছ উৎপাদনের পাশাপাশি কৃত্রিমভাবে চাষের পরিধি বাড়ানোর প্রতিও দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফিশারিজ বিভাগ ও জেলা বাণিজ্যিক মৎস্যচাষী সমবায় সমিতি আয়োজিত এক সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাছ চাষ নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার উল্লেখ করে, মাছে নিরাপদ ফিড ও ওষুধ প্রয়োগেরও আহ্বান জানান তিনি।

ফরিদা আখতার বলেন, দেশের মানুষের চাহিদার ৪০ শতাংশ মাছের চাহিদা পূরণ হয় রাজশাহীতে উৎপাদিত মাছ থেকে। এ অঞ্চলে উৎপাদিত কার্প জাতীয় মাছ দেশের মানুষের কাছে ব্যাপক চাহিদা রয়েছে। বিশ্বের নানাদেশে বসবাসরত বাঙালীদের কাছে এ মাছের চাহিদা রয়েছে। তাই বিশেষ করে কার্প জাতীয় মাছ বিদেশে রফতানির বিষয়ে সরকার উদ্যোগ নিচ্ছে।

খালবিল, নদীনালা, হাওর-বাওরে প্রাকৃতিকভাবে মাছ উৎপাদনের পাশাপাশি কৃত্রিমভাবে মাছ চাষের পরিধি বাড়ানো উচিত বলেও মনে করেন তিনি। তবে, প্রাকৃতিকভাবে মাছ উৎপাদন যেন বন্ধ করা না হয়, এ ব্যাপারেও চাষীদের সজাগ থাকতে বলেন উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র যেকোনোভাবে এবং যত দ্রুত সম্ভব উদ্ধার করার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ