spot_img

আয়ারল্যান্ডকে ৫০৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

অবশ্যই পরুন

বাংলাদেশ ব্যাট করে যাচ্ছিল, ক্রিজে অপরাজিত দুই ব্যাটারের জন্য। মুমিনুল হক আর মুশফিকুর রহিম দুজনেই ছিলেন মাইলফলকের অপেক্ষায়।

মুশফিক পারলেও মুমিনুল তা পারেননি। সেঞ্চুরির আগেই আউট হয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। এতে ৫০৯ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

মুমিনুল আউট হন ৮৭ রানে ও মুশফিক অপরাজিত ছিল ৫৩ রানে। দ্বিতীয় ইনিংস দাঁড়ায় বাংলাদেশের রান ৪ উইকেটে ২৯৭। মোটামুটি ওয়ানডে মেজাজেই খেলছেন দুই ব্যাটার।

এর আগে, চতুর্থ দিনের শুরুতে ৬ বলের মধ্যে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৭৮ রান করে সাদমান ইসলাম সাজঘরে ফেরার পর ১ রান করে আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

শনিবার (২২ নভেম্বর) ১ উইকেটে ১৫৬ রান নিয়ে ব্যাটিং করতে নামে স্বাগতিকরা। প্রথম ৩ ওভারেই একটি করে বাউন্ডারি আসে। যার দুটি সাদমানের ব্যাট থেকে আর অন্যটি মুমিনুলের।

দুই ব্যাটারকেই আত্মবিশ্বাসী মনে হলেও ম্যাকব্রাইনের বলে ৭৮ রান করে আউট হন সাদমান লেগ বিফোরের ফাঁদে পড়ে। দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে সুযোগ হাতছাড়া করলেন তিনি। ১৭৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

উইকেটে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৫ বল পর নেইল জর্ডানের টেস্ট ক্যারিয়ারের প্রথম শিকারে পরিণত হন তিনি মাত্র ১ রান করে। গালিতে ক্যাচ দেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নির হাতে। ১৭৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

ইসরায়েলি কারাগারে নির্যাতনে প্রাণ হারিয়েছে ৯০ ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের ওপর ইসরায়েলের কারাগারে প্রয়োগ করা নির্যাতন, যৌন ও শারীরিক অত্যাচার এবং প্রাণহানির ঘটনা নিয়মিত হয়েছে—এটি কেবল ব্যতিক্রম...

এই বিভাগের অন্যান্য সংবাদ