রাজধানী ঢাকায় ভূমিকম্পের ভয়াবহ এই কম্পনে বংশাল এলাকার কসাইটুলিতে ৫ তলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন পথচারীর মৃত্যু হয়েছে।
আজ ২১ নভেম্বর শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানা ডিউটি অফিসার। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদী।
ভূমিকম্পের তীব্রতায় রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন ভবন থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে মানুষ। অনেকেই পোষা প্রাণী নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকেন।

