spot_img

যুক্তরাষ্ট্র থেকে ৮২৫ কোটি টাকার অত্যাধুনিক অস্ত্র কিনছে ভারত

অবশ্যই পরুন

ভারতকে প্রায় ৯.৩ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮২৫ কোটি টাকা)-এর অস্ত্র বিক্রি করতে চলেছে আমেরিকা। ভারতীয় সেনার হাতে আসতে চলেছে আমেরিকার ট্যাঙ্ক প্রতিরোধী জ্যাভলিন ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক কামানও। আমেরিকার ডিফেন্স সিকিয়োরিটি কোঅপারেশন এজেন্সি (ডিএসসিএ) আনুষ্ঠানিক ভাবে এই অস্ত্র বিক্রির কথা জানিয়েছে মার্কিন আইনসভা বা কংগ্রেসকে।

ডিএসসিএ-র তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারতের অনুরোধে এই অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন (আমেরিকার প্রতিরক্ষা দফতরের ভবন)। বিবৃতিতে বলা হয়েছে, “বিক্রির বিষয়টি আপাতত প্রস্তাবের আকারে রয়েছে। অস্ত্রগুলি ভারতের হাতে পৌঁছোলে তারা বর্তমান এবং ভবিষ্যতের বিপদের সঙ্গে লড়াই করে নিজেদের অভ্যন্তরীণ সুরক্ষাকে সুনিশ্চিত করতে পারবে।”

সূত্র: আনন্দবাজার

সর্বশেষ সংবাদ

এনসিপির মনোনয়নপত্র নিলেন জুলাই অভ্যুত্থানে ‘স্যালুট দেওয়া’ সেই রিকশাচালক

জুলাই আন্দোলনের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে দেশব্যাপী আলোচিত সেই রিকশাচালক সুজন এবার জাতীয় নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ