পশ্চিম আফ্রিকার দেশ মালির ২টি গ্রামে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী ও তাদের মিত্র যোদ্ধারা। এ ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এইচআরডব্লিউর ওই প্রতিবেদন অনুযায়ী, গত ২ অক্টোবর প্রথম হামলাটি হয় কামোনা গ্রামে। সেখানে সেনা ও মিলিশিয়া সদস্যরা অন্তত ২১ জনকে হত্যা করে এবং কয়েকটি বাড়িতে আগুন দেয়। দ্বিতীয় হামলাটি ঘটে প্রায় ৫৫ কিলোমিটার দূরের বালে গ্রামে, যেখানে অন্তত ১০ জনকে হত্যা করা হয়।
এ বিষয়ে আফ্রিকান ইউনিয়ন বা মালি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এইচআরডব্লিউ মালি কর্তৃপক্ষকে ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছে।

