spot_img

জেগেছে আগ্নেয়গিরি, আকাশে ছাই ও ধোঁয়ার কুণ্ডলী

অবশ্যই পরুন

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় শক্তিশালী আগ্নেয়গিরি সেমরু আবারও জেগে উঠেছে। গতকাল বুধবার (১৯ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় আগ্নেয়গিরিটি অগ্ন্যুৎপাত শুরু করে।

মুহূর্তেই ছাই-ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশের বড় অংশ ঢেকে ফেলে। পরিস্থিতি বিবেচনায় এলাকাজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, পূর্ব জাভার সেমরু আগ্নেয়গিরিটি রাজধানী বালি থেকে প্রায় ৩১০ কিলোমিটার দূরে অবস্থিত।

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থার প্রধান মুহাম্মদ ওয়াফিদ বিবৃতির মাধ্যমে জানান, মাউন্ট সেমরুর চূড়ার ৮ কিলোমিটার এলাকার মধ্যে কোনো ধরনের কার্যক্রম না চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কারণ যে কোনো মুহূর্তে আগ্নেয়গিরি থেকে পাথরের খণ্ড ছিটকে আসতে পারে, যা মানুষকে আহত করার ঝুঁকি তৈরি করবে।

স্থানীয় প্রশাসনের তথ্য মতে, সেমরুর আগ্নেয়গিরি ছাইয়ের মেঘ আকাশে ৫ দশমিক ৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগ্নেয়গিরির পাদদেশের দুইটি গ্রাম থেকে প্রায় ৩০০ বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। সতর্কতার অংশ হিসেবে পুরো অঞ্চলটি আপাতত খালি রাখা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

৩-৪ কর্মদিবসের মধ্যে গণভোট আইন করা হবে: আইন উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে, প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ...

এই বিভাগের অন্যান্য সংবাদ