সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৈঠক শেষে যৌথভাবে সাংবাদিকদের মুখোমুখি হলে এক সাংবাদিক ২০১৮ সালে নির্মমভাবে নিহত ওয়াশিংটন পোস্টের কলামিস্ট জামাল খাসোগিকে নিয়ে প্রশ্ন তোলেন। আর তাতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ট্রাম্প।
প্রশ্নটির উত্তরে ট্রাম্প বলেন, আমাদের অতিথিকে বিব্রত করতে আপনি এমন প্রশ্ন করলেন কেন? এসব প্রশ্নের কোনো প্রয়োজন নেই।
তিনি দাবি করেন, খাসোগি হত্যাকাণ্ড সম্পর্কে যুবরাজ সালমান কিছুই জানতেন না। ট্রাম্প বলেন, আপনি তাকে পছন্দ করুন বা না করুন, অনেক কিছু ঘটে। কিন্তু যুবরাজ এ ঘটনায় কিছুই জানতেন না। এ নিয়ে আর কিছু বলার নেই।
তবে ট্রাম্পের এই বক্তব্য তার নিজের দেশের গোয়েন্দা রিপোর্টের সঙ্গে সাংঘর্ষিক। ২০২১ সালে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রকাশিত এক মূল্যায়নে বলা হয়েছিল—খাসোগিকে হত্যার নির্দেশ যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্বয়ং দিয়েছেন।
২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের ভেতরে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে। তাকে হত্যার পর মরদেহ টুকরো করার পর বেশিরভাগ অংশ গলিয়ে ফেলা হয় বলে তদন্তকারী সংস্থাগুলো জানায়। সৌদি আরব থেকে পাঠানো একটি হিট স্কোয়াড এই হত্যাকাণ্ডটি সংঘটিত করে।
এই হত্যাকাণ্ডে যুবরাজ সালমানের প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র সফরের সময় এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন যুবরাজ সালমান, যা ট্রাম্পের সঙ্গে তার আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বলে মনে করা হচ্ছে।
সূত্র: গার্ডিয়ান

