spot_img

আচরণবিধি মানলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব: সিইসি

অবশ্যই পরুন

অতীতে তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল ও প্রার্থীরা আচরণবিধি মেনে চলায় নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি আশা প্রকাশ করে বলেন, এবারও সব পক্ষ আচরণবিধি মেনে চলবে।

আজ বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের চতুর্থ দিনে তিনি এ মন্তব্য করেন। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনসহ সাতটি দল সংলাপে অংশ নেয়।

সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আচরণবিধি মেনে চলা অত্যন্ত জরুরি।

তিনি আরও জানান, সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য শুধু নির্বাচন কমিশন নয়, রাজনৈতিক দলগুলোকেও অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।

সংলাপে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ দাবি করেন— ডিসি ও এসপির বদলি শতভাগ লটারির ভিত্তিতে করতে হবে, নির্বাচনী এলাকায় সিসিটিভি ক্যামেরা থাকতে হবে এবং ব্যালট পেপার ব্যবস্থাপনায় যেন কোনো অনিয়ম না হয় তা নিশ্চিত করতে হবে।

দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদলি করা হচ্ছে। আচরণবিধিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি বলেও দাবি করেন তিনি। পাশাপাশি গণভোট কীভাবে হবে এবং প্রবাসীরা কীভাবে গণভোটে অংশ নেবেন—এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সর্বশেষ সংবাদ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা

দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত আসন্ন জাতীয় নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে সেনাবাহিনীর সহযোগিতা একান্তভাবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ