spot_img

১৬ ডিসেম্বর ঘিরে অস্থিরতার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন ঘিরে অস্থিরতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, (শেখ হাসিনার) রায় দেওয়ার পর কোনো অস্থিরতা সৃষ্টি হয়নি এবং বিজয় দিবসেও কোনো অস্থিরতার শঙ্কা নেই। সব কর্মসূচি আগেও যেভাবে হয়েছে, এবারও একইভাবে হবে। বরং আগের চেয়ে বেশি হবে। শুধু গতবার প্যারেড হয়নি, এবারও হবে না।

এদিকে, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া ডিবি পরিচয়ে সাংবাদিককে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া ঠিক হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি তার জানা ছিলো না, তদন্তের পর জানাতে পারবেন।

তিনি আরও বলেন, বিজয় দিবসের সবকিছু আয়োজন করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। তাদের সভা হয়ে গেছে। আমাদের কিছু কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব আমরা কে কীভাবে পালন করবো সে বিষয়ে আলোচনা হয়েছে।

সর্বশেষ সংবাদ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। আজ মিরপুর...

এই বিভাগের অন্যান্য সংবাদ