spot_img

দেশে ফিরেছেন আলী রীয়াজ

অবশ্যই পরুন

জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহ-সভাপতি এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ দেশে ফিরেছেন। গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে একটি নিয়মিত ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।

আজ বুধবার (১৯ নভেম্বর) সকালে গণমাধ্যমকে আলী রীয়াজ বলেছেন, যুক্তরাষ্ট্র সফরের সময় বিশ্ববিদ্যালয়ের ছুটিসংক্রান্ত কিছু কাজ ছিল। পাশাপাশি ১৩ নভেম্বর টেক্সাস বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দেন। সফরকালেই তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

গত ২ নভেম্বর পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে যান অধ্যাপক আলী রীয়াজ। সেখানে ১৩ নভেম্বর ইউনিভার্সিটি অব টেক্সাসে আয়োজিত এক সেমিনারে তিনি মূল সংবিধান এবং পরবর্তী সংশোধনীগুলো কীভাবে জাতি ও জাতীয়তার সংজ্ঞা বদলে দেশে রাজনৈতিক ও সামাজিক বিভেদ সৃষ্টি করেছে— সে বিষয়ে বক্তৃতা করেন।

অধ্যাপক আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন, যার মেয়াদ শেষ হয়েছে গত ৩১ অক্টোবর। দায়িত্ব পালনকালে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় সংলাপ করে জুলাই জাতীয় সনদ তৈরি করে। পরে ২৭ অক্টোবর সনদ বাস্তবায়নে করণীয় বিষয়ে বেশ কিছু সুপারিশ সরকারকে দেওয়া হয়। এসব সুপারিশের ভিত্তিতেই ১৩ নভেম্বর সরকার জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ জারি করে।

এ ছাড়া একই দিনে (১৩ নভেম্বর) অধ্যাপক আলী রীয়াজকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।

সর্বশেষ সংবাদ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের...

এই বিভাগের অন্যান্য সংবাদ