spot_img

অভিনয়ে অনিচ্ছুক সেই মেয়ে এখন ২০০ কোটির মালিক

অবশ্যই পরুন

২০০৩ সালে, নয়নতারা মালয়ালম ছবি ‘মানসিনাক্কারে’-এর মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটান। তখন তার বয়স ছিল মাত্র ১৯ বছর। তেলেগু চলচ্চিত্রে অভিষেক: ২০০৫ সালে, তিনি ‘আয়া’ সিনেমার মাধ্যমে তেলেগু চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন। হিন্দি চলচ্চিত্রে অভিষেক: নয়নতারা ২০২৩ সালে শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে বলিউডে প্রবেশ করেন।

তামিল–তেলেগু সিনেমার সাফল্য অনেকবারই চমকে দিয়েছে। নানা বিচিত্র বিষয় নিয়ে সিনেমা তৈরি হয়েছে এই ইন্ডাস্ট্রিতে। তবে প্রশংসার সঙ্গে তামিল–তেলেগু সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে সমালোচনাও আছে। এই ইন্ডাস্ট্রি মূলত পুরুষপ্রধান, নারী চরিত্রগুলো সেভাবে গুরুত্ব পায় না। তবে এই পুরুষপ্রধান ইন্ডাস্ট্রিতেও দুই দশকের বেশি সময় ধরে দাপট দেখিয়েছে চলেছেন এক অভিনেত্রী। ১৮ নভেম্বর, অভিনেত্রীর জন্মদিন।

২০০৩ সালে মালয়ালম সিনেমা ‘মানাশিনাকারে’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক। নয়নতারা তখন কলেজছাত্রী, পার্ট টাইম মডেলিংও করেন। সেই সূত্রেই আলাপ হয়েছিল নির্মাতা সাথিয়া আনথিকড়ের সঙ্গে। শুরুতে সিনেমার প্রস্তাব পাওয়ামাত্রই প্রত্যাখ্যান করেন। কারণ, সিনেমা নিয়ে নয়নতারার কোনো আগ্রহই ছিল না। পরে তিনি রাজি হন একটা শর্তেই, স্রেফ এই একটি সিনেমাই করবেন। কিন্তু নিয়তি যার জন্য সিনেমায় তারকাখ্যাতি লিখে রেখেছে, সেটা আর কীভাবে খণ্ডাবেন। প্রথম সিনেমা সুপারহিট, একের পর এক প্রস্তাব আসতে থাকে। কটি আর ফেরাবেন। এভাবেই ২০০৪ সালে মুক্তি পায় তাঁর দুই সিনেমা—‘নাট্টুরাজাভু’ ও ‘বিশমায়াথুমবাথু’। এটা ছিল সবে শুরু, পরের সময়টাতে তামিল আর তেলেগুতে একের পর এক সিনেমা করতে থাকেন নয়নতারা, হয়ে ওঠেন দক্ষিণের ‘লেডি সুপারস্টার’।

কত সম্পদের মালিক এই অভিনেত্রী
জিকিউ সাময়িকীর তথ্যমতে, নয়নতারা এখন ২০০ কোটি রুপির সম্পত্তির মালিক। সিনেমাপ্রতি তিনি পারিশ্রমিক নেন ৪–৫ কোটি রুপি, আয় আসে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকেও। এ ছাড়া নিজেদের প্রযোজনা সংস্থা থেকেও আয় করেন নয়নতারা।

সর্বশেষ সংবাদ

২২ বছর পর লাল-সবুজের ভারত বধ

সেই ২০০৩ সালে শেষবারের মতো ভারতের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর আর ফুটবল দেবতা মুখ তুলে তাকায়নি। তবে এবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ