spot_img

উগান্ডাকে উড়িয়ে শুভসূচনা বাংলাদেশের

অবশ্যই পরুন

নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসরে শুভসূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। ঘরের মাঠে চলমান ম্যাচটিতে সোমবার (১৭ নভেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১১ জাতির এই আসরের উদ্বোধনী ম্যাচে আফ্রিকান চ্যাম্পিয়ন উগান্ডাকে দুই লোনাসহ ৪২-২২ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ।

প্রথমবারের মতো বিশ্বকাপের বড় মঞ্চে খেলতে আসা উগান্ডা শারীরিক দিক দিয়ে এগিয়ে ছিলো স্বাগতিকদের চেয়ে। তবে অভিজ্ঞতা ও ট্যাকটিকসে এগিয়ে ছিলো বাংলাদেশ। তারপরও প্রথমার্ধে উগান্ডাকে খুব বেশি পিছিয়ে রাখা যায়নি। প্রথমার্ধে বাংলাদেশ মাত্র দুই পয়েন্টে (১৪-১২ পয়েন্টে) এগিয়ে ছিলো।

বিরতির পর বাংলাদেশ যেন পুরোপুরি গতি বদলে লড়াইকে একপেশে করে তোলে। ২৮ পয়েন্ট তুলে নেয় বাংলাদেশ, প্রতিপক্ষকে অলআউট করে দুইবার। উগান্ডা চেষ্টা করলেও বাংলাদেশের সংগঠিত রক্ষণ আর ধারাবাহিক আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি। ফলে ৪২-২২ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন স্মৃতি আক্তার—প্রথম বিশ্বকাপ খেলতে নামা এই রেইডারের প্রাণবন্ত পারফরম্যান্সই ছিলো বাংলাদেশের আক্রমণের মূল শক্তি। তিনি বলেন, ‘শুরুতে আমরা কিছুটা চাপ অনুভব করছিলাম। যেহেতু কখনোই আমরা উগান্ডার সাথে খেলিনি, এই প্রথমবার খেলছি। ওদের ম্যাচটা আমাদের বুঝতে একটু সময় লেগেছে। এর জন্য শুরুতে একটু অগোছালো মনে হয়েছে।

ওদের বুঝে নেওয়ার পরে আমরা অনেক ভালো খেলেছি। অনেক ভালো লাগছে, মানে বলার বাইরে কতটুকু ভালো লাগছে। জয় পেয়েছি। পরবর্তীতে চেষ্টা থাকবে যে প্রথম ম্যাচে যেহেতু জিতেছি, পরের গুলোও ইনশাআল্লাহ জিতবো। এটা আমার প্রথম বিশ্বকাপ। আমার খেলে অনেক আনন্দ লাগছে যে, দেশের প্রতিনিধিত্ব করতে পারছি। আরও চেষ্টা করবো। আমরা সবাই মিলে বাংলাদেশকে পদক এনে দেবো।’

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল পাঁচটায় ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জার্মানি। আত্মবিশ্বাসী সূচনার পর এই ম্যাচ থেকেও জয়ের ধারা ধরে রাখার প্রত্যাশা দলটির। ঘরের দর্শকদের সামনে বাংলাদেশের নারীরা যে টুর্নামেন্টে বেশ দূর যেতে প্রস্তুত—উগান্ডার বিপক্ষে প্রথম দিনের দাপট তাতেই স্পষ্ট।

সর্বশেষ সংবাদ

২২ বছর পর লাল-সবুজের ভারত বধ

সেই ২০০৩ সালে শেষবারের মতো ভারতের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর আর ফুটবল দেবতা মুখ তুলে তাকায়নি। তবে এবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ