বার্সেলোনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসিকে সম্মানিত করার জন্য বড় ধরনের পরিকল্পনা করছে ক্লাব কর্তৃপক্ষ।কাতালান প্রেসের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, বিখ্যাত স্টেডিয়াম ক্যাম্প ন্যুর নামকরণ করা হতে পারে ‘স্পোটিফাই ক্যাম্প ন্যু লিও মেসি’। এই নামকরণের মাধ্যমে ক্লাব ও কিংবদন্তি তারকার মধ্যে শীতল হওয়া সম্পর্ক আরও গভীর হবে বলে ধারণা করা হচ্ছে।
২০০৪ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার জার্সিতে সিনিয়র ক্যারিয়ার পার করেছেন ইন্টার মায়ামিতে থিতু হওয়া এই তারকা। ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, সর্বোচ্চ গোলসহ অসংখ্য রেকর্ড ও কীর্তি গড়েছেন তিনি। তার ৮টি ব্যালন ডি’অরের ৭টিই বার্সায় থাকাকালীন অর্জন। ভারাক্রান্ত মন নিয়ে ২০২১ সালের আগস্টে পিএসজির উদ্দেশ্য দল ছেড়ে যান তিনি। তবে, সম্প্রতি ক্লাবটির সংস্কার হওয়া নতুন স্টেডিয়ামে ফিরেছিলেন আর্জেন্টিনার এই অধিনায়ক।
সোমবার (১০ নভেম্বর) ক্যাম্প ন্যুতে ফেরার কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে আবেগঘন বার্তা দেন মেসি। তিনি ছবির ক্যাপশনে লেখেন,‘গত রাতে আমি এমন একটি জায়গায় ফিরেছি, যেটা আমি খুব মিস করি। এমন একটি জায়গা, যেখানে আপনারা আমাকে হাজারবার অনুভব করিয়েছেন যে, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি।’
মেসি আরও আশা প্রকাশ করেন যে, তিনি একদিন এখানে ফিরে আসতে পারবেন। তিনি যোগ করেন,‘কেবল খেলোয়াড় হিসেবে বিদায় জানানোর জন্য নয়, যে সুযোগ আমি কখনও পাইনি।’ তার এই আবেগঘন পোস্টই প্রমাণ করে, ক্লাব ছাড়ার পরও ক্যাম্প ন্যু তার কতটা আপন।
প্রসঙ্গত, মেসি বার্সেলোনাকে বিদায় বলেছিলেন ২০২১ সালের ৫ আগস্ট। তবে খেলোয়াড় হিসেবে ক্যাম্প ন্যুতে শেষবার পা রেখেছিলেন সে বছরের ১৬ মে লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষের ম্যাচে। সেই ম্যাচের প্রায় তিন মাস পর কান্নাভেজা চোখে বার্সেলোনাকে বিদায় জানিয়েছিলেন দলটির রেকর্ড গোল স্কোরার।

