ভারত ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিলেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। আজ সোমবার (১৭ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া বলেন, বাংলাদেশ দল এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে আছে। ভারতকে হারানো কঠিন হলেও আমরা পারবো বলেও জানান তিনি।
এসময় জামাল ভূঁইয়া বলেন, যখনি হামজার সঙ্গে আমরা খেলি আমাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। এটা শুরু হয়েছে মাঠের বাইরে থেকে। আমাদের জন্য চাপ অবশ্যই কাজ করে। কিন্তু আমাদের সুযোগ অনেক বেশি।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামাল বলেন, গোটা বাংলাদেশ এই খেলার জন্য মুখিয়ে আছে। মানুষের আমাদের ওপর অনেক আশা। আমরা আমাদের সেরাটা দিয়েই জয় ছিনিয়ে আনার চেষ্টা করবো।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামাল বলেন, ভারত র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও আমাদের শক্তিমত্তাকে এখন তারাও (ভারত) ঈর্ষা করে। আমরা আমাদের এই শক্তিমত্তা ও বুদ্ধি কাজে লাগিয়ে ম্যাচটি জিততে চাই।
ভারতের সঙ্গে এখনো জয় না পাওয়ার আক্ষেপ প্রসঙ্গে জামাল ভূঁইয়া বলেন, আমি অনেকবার ভারতের সঙ্গে খেলেছি। অনেকবার ড্র হয়েছে। তবে এবার আমি জয় চাই।

