spot_img

শুভমান গিলের সর্বশেষ অবস্থা জানাল বিসিসিআই

অবশ্যই পরুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতায় প্রথম টেস্টে ঘাড়ে চোট পাওয়ার পর ভারতের অধিনায়ক শুভমান গিলকে শনিবার সন্ধ্যায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। এক রাত পর্যবেক্ষণে রাখার পর রবিবার তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গিল এখন দলের হোটেলে ফিরে গেছেন এবং প্রাথমিক চিকিৎসা প্রতিবেদনে তার অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। দলীয় সূত্রের বরাতে ভারতের সংবাদ মাধ্যম জানিয়েছে, গিল স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন এবং ঘাড়ে ব্যথাও কিছুটা কমেছে।

তবু সতর্কতার অংশ হিসেবে তাকে আপাতত হোটেলেই বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। বিসিসিআইয়ের মেডিকেল ইউনিট তার চিকিৎসা ও সুস্থতার অগ্রগতি পর্যবেক্ষণ করছে। দ্বিতীয় টেস্টের জন্য দল গুয়াহাটি রওনা দেবে ২০ নভেম্বর, তবে গিল সেই সফরে যেতে পারবেন কিনা এখনো নিশ্চিত নয়। তার পরবর্তী দুই দিনের উন্নতির ওপরই নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্ত।

প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনে সাইমন হার্মারের একটি বল স্লগ-সুইপ করে বাউন্ডারি মারার পরই গিল আকস্মিক এক ঝাঁকুনিতে তীব্র ব্যথা অনুভব করেন। এরপর মাত্র তিন বল খেলেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চোটের কারণে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামতে পারেননি গিল।

১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৯৩ রানে গুটিয়ে যায় ভারত। ফলে দক্ষিণ আফ্রিকার কাছে ৩০ রানে হেরে সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে আইন কমিশন। আজ সোমবার (২৬ জানুয়ারি) বঙ্গভবনে আইন কমিশনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ