চলতি বছরে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রফতানি আগের বছরের তুলনায় বেড়েছে। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি-বিজিএমইএ’র প্রতিবেদনে।
এতে বলা হয়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর- এই নয় মাসে ইউরোপীয় ইউনিয়নে পোশাক আমদানি আগের বছরের তুলনায় ৭ দশমিক ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৪৭ কোটি ইউরোতে। এই প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি ছিল পরিমাণ বৃদ্ধির চাপ।
ইউরোপে মোট পোশাক আমদানির পরিমাণ বেড়েছে ১৩ দশমিক ৮০ কেজি। গড় ইউনিট মূল্য কমেছে ৫ দশমিক ৮৬ শতাংশ। ইউরোপের বাজারে চাহিদা বাড়লেও ক্রেতারা মূলত কম দামে বেশি পোশাক সংগ্রহের দিকে ঝুঁকছে, বলে প্রতিবেদনে।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ প্রতিযোগিতামূলক মূল্য ধরে রাখার পাশাপাশি, ক্রেতার আস্থা বজায় রেখেছে। ফলে বাজার অংশীদারি বাড়াতে সক্ষম হয়েছে। তবে মোট বাজার প্রবৃদ্ধি থাকলেও মুনাফার মার্জিন সংকুচিত হচ্ছে, যা উৎপাদক দেশগুলোর জন্য দীর্ঘমেয়াদে উদ্বেগজনক।

