বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, “জনগণ চায় প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হবেন এবং নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রিত হবে।” তিনি জোর দিয়ে বলেন, “জনগণ মনে করে নির্বাচনী ব্যয় কমানো না গেলে দুর্নীতি কমানো মুশকিল হবে।”
শনিবার (১৫ নভেম্বর) রাজশাহীর পবার বায়া এলাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হলরুমে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত আঞ্চলিক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য মন্তব্য করেন, “নির্বাচন এখন অবধারিত ঘটনায় পরিণত হয়েছে।” তিনি আশা প্রকাশ করেন যে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং তা হবে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। তার মতে, নির্বাচনের ফলাফল আগামী দিনে বাংলাদেশের পরিবর্তনের প্রচেষ্টাকে আরও গতিময় করবে।
তিনি বলেন, “আগে নেতারা বলত, জনগণ শুনত। এ পরিস্থিতির পরিবর্তন চায় জনগণ।” তিনি জানান, নাগরিক সমাজের প্রত্যাশা হলো, প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচিত হবেন এবং নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণ করা হবে।
প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শসভার মুক্ত আলোচনায় শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করে নিজেদের মতামত তুলে ধরেন। আলোচনায় আগামীর নির্বাচিত সরকারের প্রতি সুশাসন, জবাবদিহি, স্বচ্ছতা এবং রাজশাহীর সামগ্রিক উন্নয়নসংক্রান্ত বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা উঠে আসে।

