spot_img

এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান

অবশ্যই পরুন

ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তির খবর। রাষ্ট্রায়ত্ত কোম্পানি এলপি গ্যাস লিমিটেডের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানোর প্রস্তাব আমলে নেয়নি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটির এমন সিদ্ধান্তে আপাতত সরকারি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ছে না।

এলপি গ্যাস লিমিটেড সম্প্রতি সাড়ে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব দিয়েছিল। তবে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নিশ্চিত করেছেন, কোম্পানিটির সেই আবেদন তারা এখন পর্যন্ত আমলে নেননি।

এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভূঁইয়ার সই করা আবেদনে ক্রসফিলিং বন্ধ, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন এবং অপারেশন খরচ বৃদ্ধির কথা বলা হয়। এছাড়া, বেসরকারি এলপিজি গ্যাসের দাম (বর্তমানে ১,৩২৩ টাকা) অনেক বেশি হওয়ায় সরকারি গ্যাসের দাম সমন্বয়ের প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে, চলতি বছরের ৪ মে বিইআরসি কোনো প্রকার গণশুনানি ছাড়াই সরকারি এলপিজির দাম ৬৯০ টাকা থেকে বাড়িয়ে ৮২৫ টাকা করেছিল, যা নিয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) তীব্র প্রতিক্রিয়া জানায়।

এবারও দাম বাড়ানোর প্রচেষ্টার খবরে ক্যাবের জ্বালানি উপদেষ্টা ড. এম শামসুল আলম গণমাধ্যমকে বলেন, বিইআরসি পূর্বেও বেআইনিভাবে গণশুনানি ছাড়া দাম বাড়িয়েছে। এবারও যদি এমন কোনো উদ্যোগ নেওয়া হয়, তবে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য হবে।

সর্বশেষ সংবাদ

২০২৬ বিশ্বকাপ: নিশ্চিত হলো যে ৩০ দলের জায়গা

দরজায় কড়া নাড়ছে ফুটবল ২০২৬ বিশ্বকাপ। এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে বিশ্বের বিভিন্ন মহাদেশের মোট...

এই বিভাগের অন্যান্য সংবাদ