বর্তমান সময়ের সম্পর্কের জগতে ভালোবাসা যেন ক্রমেই হালকা হয়ে আসছে এমনই এক তীক্ষ্ণ মন্তব্য করেছেন জনপ্রিয় ভারতীয় অভিনেতা আর মাধবন। তিনি মনে করিয়ে দিয়েছেন, আজকাল মানুষ ভালোবাসার গভীরতা ভুলে গিয়ে সেটিকে অনেকটা সহজভাবে নিচ্ছে। তার মতে, ভালোবাসা এমন এক অনুভূতি, যা একসময় ছিল অটুট, নিবিড় ও নিঃশর্ত; অথচ আজ তা অনেকের জীবনেই জলভাতের মতো সাধারণ হয়ে দাঁড়িয়েছে।
মাধবন দুঃখপ্রকাশ করে বলেন, মানুষ এখন পোষা প্রাণীর ভালোবাসার সঙ্গে মানুষের প্রেমকে তুলনা টানতে শুরু করেছে। তার ভাষায়, যদি একজন মানুষের প্রতি এমন নিবিড়, সত্যিকারের ভালোবাসা থাকতে পারত, তবে সম্পর্কগুলো ভাঙত না, দূরত্ব তৈরি হত না। মানুষের প্রতি মানুষের সেই অনুভূতিটাই যেন দিনদিন হারিয়ে যাচ্ছে।
অভিনেতার এই মন্তব্য শুধু ব্যক্তিগত মতামত নয়, বরং সমাজে ক্রমশ পরিবর্তনশীল সম্পর্কের চিত্রকেই নতুন করে তুলে ধরে। মাধবনের কথায় ফুটে উঠেছে মানুষের ভেতরকার আবেগহীনতা, সম্পর্কের ভঙ্গুরতা এবং ভালোবাসার ক্রমশ হারিয়ে যাওয়া গভীরতার প্রতি একটি গভীর আক্ষেপ।

