spot_img

লুক্সেমবার্গে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে জার্মানি

অবশ্যই পরুন

গ্রুপের সবচেয়ে দুর্বল ও পয়েন্ট টেবিলের তলানিতে থাকা লুক্সেমবার্গের বিপক্ষে হয়তো জার্মানির গোল উৎসবের আশাই করছিলেন সমর্থকরা। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি তাদের। তবে ম্যাচ জিততে বেগ পায়নি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে শুক্রবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লুক্সেমবার্গকে ২-০ গোলে হারায় জার্মানি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন নিক ভোল্টেমেড।

বিশ্বকাপ বাছাইপর্বে জার্মানির এটি টানা চতুর্থ জয়। স্লোভাকিয়ার বিপক্ষে পরাজয় দিয়ে বাছাই শুরুর পর টানা চার ম্যাচ জিতেছে তারা। তবে এখনও মূল পর্বের টিকেট নিশ্চিত হয়নি তাদের।

‘এ’ গ্রুপে পাঁচ ম্যাচে ৪ জয়ে জার্মানির ঝুলিতে ১২ পয়েন্ট। সমান ম্যাচে স্লোভাকিয়াও ৪ জয়ে পেয়েছে ১২ পয়েন্ট। আগামী সোমবার রাতে শেষ ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও স্লোভাকিয়া।

ওই ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে প্রতিশোধ নিয়ে জিততে পারলেই নিশ্চিত হয়ে যাবে জার্মানির বিশ্বকাপ টিকেট। অথবা ন্যুনতম ড্র করলেও কাজ হয়ে যাবে তাদের।

লুক্সেমবার্গের বিপক্ষে প্রথমার্ধে গোল পায়নি জার্মানি। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে প্রথম জালের দেখা পান ভোল্টেমেড। এর ২০ মিনিট পর আরেক গোল করে দলের জয় নিশ্চিত করেন ২৩ বছর বয়সী ফরোয়ার্ড।

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের অতীত সম্পর্কের গোপন আলাপ ফাঁস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের যোগাযোগ ও অতীত সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ