spot_img

গত ১১ দিনে ঢাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ৫০: ডিএমপি কমিশনার

অবশ্যই পরুন

গত ১১ দিনে ঢাকার বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে ১৭টি, আর এ ঘটনায় আটক করা হয়েছে ৫০ জনকে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। তিনি বলেছেন, পরিকল্পিতভাবে একটি নিষিদ্ধ দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সমসাময়িক আইনশৃঙ্খলা নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার জানান, অক্টোবর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪টি মিছিলে জড়িতের অভিযোগে ৫৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের বেশিরভাগকেই ঢাকার বাইরে থেকে টাকার বিনিময়ে আনা হয়েছে। এছাড়াও মিছিলে অপ্রাপ্তবয়স্কদেরকে ব্যবহার করার কথাও জানান কমিশনার। তাই মেস–হোটেলে ভাড়াটিয়া তুলনায় ভোটার আইডি যাচাই, পরিবহন অরক্ষিত না রাখাসহ নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেন তিনি।

১৩ নভেম্বর নিয়ে শঙ্কার কোনো কারণ নেই জানিয়ে কমিশনার বলেন, সেদিন নিরাপত্তা আরও বাড়ানো হবে এবং আইনজীবীদের আদালতে যেতে বাধা দেওয়ার সুযোগ নেই।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের সাথে যুদ্ধ দ্রুত শেষ করতে চায় রাশিয়া— দাবি ক্রেমলিনের

ইউক্রেনের সাথে যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করতে চায় রাশিয়া। তবে এই শান্তি প্রক্রিয়া বর্তমানে কিছুটা স্থবির হয়ে পড়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ