spot_img

২০২৫ সালের বুকার প্রাইজ পেলেন ডেভিড সালয়

অবশ্যই পরুন

চলতি বছর সাহিত্যের অন্যতম সম্মানজনক পুরস্কার বুকার জিতলেন হাঙ্গেরিয়ান-ব্রিটিশ লেখক ডেভিড সালয়। সোমবার (১০ নভেম্বর) লন্ডনে ঘোষণা করা হয় ৫১ বছর বয়সী এই বিজয়ীর নাম।

ইংরেজি ভাষায় রচিত ‘ফ্ল্যাশ’ উপন্যাসের জন্য খেতাবটি জয় করেন ডেভিড সালয়। যেখানে নির্যাতিত হাঙ্গেরিয়ান এক অভিবাসীর গল্প তুলে ধরেন তিনি। বিদেশে ভাগ্য গড়েও শেষ পর্যন্ত সবকিছু হারানোর হৃদয়বিদারক কাহিনীর কারণের ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে বইটি।

লেখনীতে ব্যক্তি জীবনের গভীর প্রতিচ্ছবির ছাপ রাখার জন্য দর্শকমহলে সমাহিত ৫১ বছর বয়সী সালাই। এবারে ভারতীয় ঔপন্যাসিক কিরণ দেশাই ও ব্রিটিশ লেখক অ্যান্ড্রু মিলারসহ আরও পাঁচজনকে হারিয়ে বুকার প্রাইজ জেতেন তিনি। বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন খেতাব হিসেবে বিবেচিত এই বুকার পুরষ্কার।

পুরস্কার গ্রহণকালে সালয় তার উপন্যাসকে স্বীকৃতি দেয়ার জন্য বিচারকদের ধন্যবাদ জানিয়েছেন। ১৫৩টি উপন্যাসের মধ্যে নির্বাচিত ফ্ল্যাশ-এর বিচারক প্যানেলে ছিলেন আইরিশ লেখক রডি ডয়েল ও অভিনেত্রী সারাহ জেসিকা পার্কার। ডয়েল বলেছেন, এটি ‘অদ্ভুত জীবন্ত ও অন্ধকারময়, কিন্তু পড়তে বেশ আনন্দদায়ক’ উপন্যাস।

সর্বশেষ সংবাদ

নির্বাচনী প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।...

এই বিভাগের অন্যান্য সংবাদ