spot_img

বলিভিয়ায় দুই দশকের সমাজতান্ত্রিক শাসনের অবসান, নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ

অবশ্যই পরুন

বলিভিয়ার মধ্য-ডানপন্থি নেতা রদ্রিগো পাজ দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। শনিবার রাজধানী লা পাজের সংসদ ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি ২০২৫-২০৩০ মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্য দিয়ে বলিভিয়ায় ২০ বছরের সমাজতান্ত্রিক শাসনের অধ্যায় আনুষ্ঠানিকভাবে শেষ হলো।

রোববার (৯ নভেম্বর) আনাদোলুর খবরে বলা হয়, শপথ গ্রহণের পর পাজ তার ভাষণে আগের সরকারগুলো ধ্বংসপ্রাপ্ত, মুদ্রাস্ফীতি এবং ঋণের জালে আটকা পড়া অর্থনীতি রেখে গেছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা একটি ভেঙে পড়া দেশ পেয়েছি। ৩০ বছরের মধ্যে সবচেয়ে কম বৈদেশিক মুদ্রার মজুত, মূল্যস্ফীতি, ঘাটতি, ঋণের বোঝা, সংকট ও নিরাপত্তাহীনতা রেখে গেছে তারা।’

দেশের অর্থনৈতিক সংকট তুলে ধরে তিনি আরও অভিযোগ করেন, ‘দুর্নীতি রাষ্ট্রনীতির স্তরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমরা এমন এক ব্যবস্থাকে প্রত্যাখ্যান করছি, যা কর্মসংস্থান, উৎপাদন, প্রবৃদ্ধি এবং ব্যক্তিমালিকানার প্রতি সম্মান দেখায় না।’

এ সময় পাজ সরাসরি আগের দুই প্রেসিডেন্ট ইভো মোরালেস এবং লুইস আর্সেকে উদ্দেশ করে বলেন, ‘তোমরা যে গ্যাসের সমুদ্রের প্রতিশ্রুতি দিয়েছিলে, তা কোথায় তা? ইভো, লিথিয়াম কোথায়? আর্সে, গ্যাস কোথায়?’

শপথ অনুষ্ঠানে আর্জেন্টিনা, চিলি, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে, পেরু, ব্রাজিল, পানামা, এল সালভাদর, কোস্টারিকাসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে রদ্রিগো পাজ ৫৪.৫৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। তার এ জয় ক্ষমতার পালাবদলের মাধ্যমে দীর্ঘদিন ধরে বলিভিয়ার রাজনীতিতে প্রভাবশালী মুভমেন্ট ফর সোশ্যালিজম (এমএএস) পার্টির দুই দশকের শাসনের সমাপ্তি ঘটায়।

সর্বশেষ সংবাদ

গ্রিনল্যান্ড দখল করলে ন্যাটোর অবসান ঘটবে, হুঁশিয়ারি ডেনমার্কের

গ্রিনল্যান্ড দখল নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবস্থান ঘিরে কড়া সতর্কবার্তা দিয়েছে ডেনমার্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেন বলেছেন, ডেনমার্কের সম্মতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ