বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প গত ৩০ অক্টোবর থেকে শুরু হয়েছে। পাঁচ দিন অনুশীলনের জন্য গতো ৫ নভেম্বর ২৭ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে বাফুফে। সেই স্কোয়াডে নাম ছিলো না বসুন্ধরা কিংসের প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের। অবশেষে ক্যাম্পে ডাক পেয়েছেন তিনি।
এদিকে চোট নিয়ে ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফরোয়ার্ড ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া। তবে তাদের চোটের অবস্থার উন্নতি হয়নি। সে কারণে কিউবার সঙ্গে ফর্টিসের মোরশেদ আলীকেও দলে ডাকা হয়েছে।
এদিকে ইংল্যান্ডের সান্ডারল্যান্ড ক্লাবে ক্যারিয়ার শুরু করেন কিউবা মিচেল। চলতি বছরের মাঝামাঝি থেকে বাংলাদেশের জার্সিতে তাকে খেলানোর আলাপ শুরু হয়। যদিও পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ না হওয়াতে তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে খেলছেন কিউবা। ক্লাবে বেশি সময় না খেলার কারণে জাতীয় দল থেকে দূরে ছিলেন তিনি। তবে ইব্রাহিমের চোটে সুযোগ পেলেন এই প্রবাসী ফুটবলার।

