ইসরায়েলের দখলকৃত রাফাহ এলাকায় অবস্থান করা হামাস যোদ্ধাদের নিরাপদে সরিয়ে নিতে মিশরের মধ্যস্থতাকারীরা একটি নতুন শর্ত দিয়েছে। এই শর্ত অনুযায়ী, হামাস অস্ত্র সমর্পণ করলে দুই শতাধিক যোদ্ধাকে নিরাপদে অন্য এলাকায় যাওয়ার সুযোগ দেওয়া হবে। বার্তাসংস্থা রয়টার্স সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, মিশরীয় মধ্যস্থতাকারীরা প্রস্তাব দিয়েছেন যে রাফাহ এলাকায় থাকা হামাস যোদ্ধাদেরকে:
১. মিশরের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে।
২. গাজা উপত্যকার সুড়ঙ্গের (টানেল) বিবরণ দিতে হবে, যাতে সেগুলো ধ্বংস করা যায়।
এর বিনিময়ে এই যোদ্ধারা নিরাপদে সরে যেতে পারবেন।
যদিও ১০ অক্টোবর মার্কিন মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবুও ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ মনে করেন, রাফাহতে আটকে থাকা যোদ্ধাদের নিয়ে এই সমঝোতা বাস্তবায়িত হলে তা পুরো গাজায় হামাসের সামরিক শক্তি নিরস্ত্রীকরণের বৃহত্তর প্রক্রিয়ার জন্য একটি ‘নমুনা বা মডেল’ হিসেবে কাজ করবে।
তবে দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এই মুহূর্তে ইসরায়েল কিংবা হামাস কোনো পক্ষই প্রকাশ্যে এই প্রস্তাবে এখনো সম্মতি জানায়নি। তবে আরেকটি সূত্র নিশ্চিত করেছে যে প্রস্তাবটি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে।

