spot_img

দুঃখিত, ক্রিকেটে রাজনীতি পছন্দ করি না: ওয়াসিম আকরাম

অবশ্যই পরুন

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্পর্ক বরাবরই তিক্ত। তবে এশিয়া কাপ ২০২৫-এর পর এই তিক্ততা আরও বাড়ছে।

টুর্নামেন্ট চলাকালীন ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন। এরপর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ভারতীয় দলের কাছে ট্রফি হস্তান্তর করতে অস্বীকৃতি জানালে দুই বোর্ডের সম্পর্ক আরও খারাপ হয়ে যায়।

সংকটময় এমন পরিস্থিতিতে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম জানিয়েছেন, ক্রিকেটে রাজনীতির কোনো স্থান নেই। তিনি উইজডেন ক্রিকেটকে বলেন, দুঃখিত, কিন্তু ক্রিকেটে রাজনীতি আমি পছন্দ করি না। খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত।

তিনি আরও বলেন, লিগ ক্রিকেটে সব দেশের খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত। সাহসী হোন, বড় হোন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা এখন হচ্ছে না। আইসিসি ও ক্রিকেট বোর্ডগুলোর ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ।

সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, এশিয়া কাপ ২০২৫-এর ট্রফি হস্তান্তর সংক্রান্ত জট দুবাইয়ে চলমান আইসিসির ত্রৈমাসিক সভায় শুক্রবার আলোচিত হতে পারে।

সূত্রের বরাতে জানা গেছে, “শুক্রবার সব বোর্ড প্রধান আইসিসি বোর্ড মিটিংয়ে একত্র হবেন এবং সেখানেই ট্রফি হস্তান্তরের ইস্যু তুলবে বিসিসিআই। এ বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) ইতোমধ্যেই আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে, তবে এখনো কোনো অগ্রগতি হয়নি।”

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ও ইঙ্গিত দিয়েছেন যে ট্রফি হস্তান্তরের বিলম্ব নিয়ে তারা আলোচনায় তুলে আনবেন। ১০ দিন আগে এ বিষয়ে এসিসিকে চিঠি পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, এশিয়া কাপের ফাইনালে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে নবমবারের মতো শিরোপা জিতেছিল। তবে ম্যাচ-পরবর্তী উদযাপনে ভারতীয় দল বিজয়ী ট্রফি বা মেডেল নিতে অস্বীকার করলে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত ভারতের শিরোপা জয় ট্রফিবিহীন উদযাপনে শেষ হয়।

সর্বশেষ সংবাদ

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না : তৌহিদ হোসেন

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়— এমন নির্বাচনে সহযোগিতা করা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে আওয়ামী...

এই বিভাগের অন্যান্য সংবাদ