spot_img

সন্ত্রাসবিরোধী মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

অবশ্যই পরুন

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেনের বেঞ্চ এই জামিনের আদেশ দেন।

এর আগে গত ২৯ আগস্ট একই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক হাফিজুর রহমান কার্জনসহ মোট ১৬ জনকে নিম্ন আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ-৭১’ নামের একটি সংগঠনের অনুষ্ঠান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

লতিফ সিদ্দিকীর জামিন আদেশে তাঁর আইনজীবী এবং তাঁর ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী সন্তোষ প্রকাশ করেছেন।

তবে রাষ্ট্রপক্ষ এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না : তৌহিদ হোসেন

বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়— এমন নির্বাচনে সহযোগিতা করা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে আওয়ামী...

এই বিভাগের অন্যান্য সংবাদ