spot_img

উত্তর কোরিয়া শিগগিরই পারমাণবিক পরীক্ষা চালাতে পারে!

অবশ্যই পরুন

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়া শীঘ্রই পারমাণবিক পরীক্ষা চালাতে পারে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সিদ্ধান্তে এমন একটি বড় পদক্ষেপের ইঙ্গিত পাওয়া গেছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংসদীয় কমিটির সদস্য পাক সুং-ওন এবং লি সন-ওন গোয়েন্দা মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে বলেছেন, এই পরীক্ষাগুলো পুংগে-রি পারমাণবিক পরীক্ষাগারের তৃতীয় খনিতে করা হতে পারে।

তাঁরা আরও জানান, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের সম্ভাবনা তাদের সংবিধান অনুসারে বিকশিত হচ্ছে।

গোয়েন্দা সংস্থার মূল্যায়নে বলা হয়েছে, পিয়ংইয়ং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের পারমাণবিক অবস্থার স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর মতে, উত্তর কোরিয়ার বিশেষজ্ঞ এবং পারমাণবিক অবকাঠামোগুলো এমন অবস্থায় রয়েছে যে, যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তবে অল্প সময়ের মধ্যেই পারমাণবিক পরীক্ষা চালানো সম্ভব হবে।

সর্বশেষ সংবাদ

মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছেন এক ব্যক্তি। দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা...

এই বিভাগের অন্যান্য সংবাদ