ভার্জিনিয়া, নিউ জার্সি, নিউইয়র্ক সিটির নির্বাচনে ডেমোক্র্যাটরা গুরুত্বপূর্ণ জয় লাভ করেছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্কের মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। এর ফলে নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন তিনি।
অন্যদিকে, সাবেক ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান ও সিআইএ অফিসার আবিগেইল স্প্যানবার্জারকে ভার্জিনিয়ার পরবর্তী গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি রাজ্যের প্রথম নারী প্রধান নির্বাহী হিসেবে ইতিহাস গড়তে চলেছেন।
তিনি রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসাম আরল-সিয়ার্সকে পরাজিত করেছেন। স্প্যানবার্জার এমন একটি নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন যা মূলত নাগরিকদের ক্রয়ক্ষমতা এবং স্থানীয় উদ্বেগ—যেমন ফেডারেল চাকরি কাটা ও সরকারী শাটডাউনের প্রভাব—নিয়ে কেন্দ্রীভূত ছিল।
ভার্জিনিয়ায় প্রায় ৩ লাখের বেশি মার্কিন সরকারি কর্মী রয়েছেন। নির্বাচনী প্রচারণার সময় স্প্যানবার্জার প্রায়ই আরল-সিয়ার্সকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুক্ত করেছেন, তাকে ট্রাম্পের অনুগামী হিসেবে চিহ্নিত করেছেন, যদিও প্রেসিডেন্ট নিজে তাকে সমর্থন জানাননি।
অন্যদিকে, নিউজার্সির গভর্নর পদে জয়ী হচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মাইকি শেরিল। শেরিল নিউজার্সি অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হতে যাচ্ছেন। তিনি রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতারেল্লিকে পরাজিত করতে যাচ্ছেন।
আজকের নির্বাচনকে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সির প্রথম বড় নির্বাচনী পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্র্যাট প্রার্থী মিকি শেরিল এবং আবিগেইল স্প্যানবার্জারের বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
এই নির্বাচনে বাইডেন শেরিল বা স্প্যানবার্জারের প্রচারণায় সরাসরি অংশ নেননি। তবে ২০১৮ সালে উভয় নারী ইউএস হাউসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার সময় বাইডেন তাদের সমর্থন করেছিলেন এবং নিউ জার্সিতে শেরিলের সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন।
২০২৪ সালের জুলাইয়ে শেরিল প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে বাইডেনকে পদত্যাগের আহ্বান জানান, যখন তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে অংশগ্রহণ করেছিলেন। ওই বিতর্কে বাইডেন হেরে যান। পরেই তাই বয়স এবং প্রেসিডেন্ট ক্যাম্পেইন করার মতো ফিটনেস আছে কি না, তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরবর্তীতে বাইডেন সরে গিয়ে কামালা হ্যারিস প্রেসিডেন্ট পদে নির্বাচনে ট্রাম্পের বিপরীতে প্রচারণা শুরু করেছিলেন।

