spot_img

উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং নাম মারা গেছেন

অবশ্যই পরুন

উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম মারা গেছেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, সোমবার (৩ নভেম্বর) ৯৭ বছর বয়সি এই রাজনীতিক ক্যানসার জটিলতায় একাধিক অঙ্গ বিকল হয়ে মারা গেছেন।

কিম ইয়ং নাম প্রায় দুই দশক ধরে উত্তর কোরিয়ার সংসদ ‘সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দেশটির আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধানের ভূমিকা পালন করলেও প্রকৃত ক্ষমতা ছিল কিম পরিবারের হাতে।

মঙ্গলবার (৪ নভেম্বর) স্থানীয় সময় সকালে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার মৃতদেহের কাছে গিয়ে শ্রদ্ধা জানান এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তার শেষকৃত্য আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

১৯৯৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি উত্তর কোরিয়ার সংসদের প্রধান ছিলেন। তিনি পিয়ংইয়ং বিশ্ববিদ্যালয় ও মস্কো স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। ২০১৯ সালে বয়সজনিত কারণে তাকে সরিয়ে দিয়ে চো রিয়ং হে-কে সংসদের নতুন প্রধান করা হয়।

সর্বশেষ সংবাদ

বিএনপির প্রাথমিক সদস্যপদ নিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ

বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ