spot_img

ইসরায়েলকে সমর্থন করা অবস্থায় যুক্তরাষ্ট্রের সমঝোতা অসম্ভব

অবশ্যই পরুন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সোমবার (৩ নভেম্বর) বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি রেখেছে। এমন অবস্থায় ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সমঝোতা সম্ভব নয়। এক প্রতিবেদনে ইসরায়েলি গণমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ এ তথ্য জানায়।

তিনি বলেছেন, ‘যদি যুক্তরাষ্ট্র সম্পূর্ণভাবে জায়নিস্ট রাষ্ট্রের প্রতি সমর্থন বন্ধ করে এবং এই অঞ্চলের সমস্ত সামরিক ঘাঁটি সরিয়ে নেয়; একইসাথে এই অঞ্চলে হস্তক্ষেপ বন্ধ করে, তখনই সহযোগিতা বিবেচনা করা যেতে পারে।’

এদিকে, সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করছে ইরান বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার (২ নভেম্বর) রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে তিনি আবার বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য নেই তাদের। দাবি, দেশের নাগরিকদের প্রয়োজনের নিজেরদের স্বার্থ রক্ষা করাই তাদের কর্মসূচির মূল লক্ষ্য।

অন্যদিকে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র বিষয়ক আলোচনায় আগ্রহী নয় এবং ইউরেনিয়াম সমৃদ্ধির ক্ষমতা ছাড়বে না।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি গত জুনে ধ্বংস হওয়া পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালু করার চেষ্টা করে, তবে তিনি নতুন হামলার নির্দেশ দেবেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল।

সর্বশেষ সংবাদ

বিএনপির প্রাথমিক সদস্যপদ নিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ

বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ