spot_img

৪৮ হাজার পুলিশ সদস্য নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন: হেডকোয়ার্টার্স

অবশ্যই পরুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে ৪৮ হাজার পুলিশ সদস্য নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

মঙ্গলবার (৪ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি জানিয়েছেন, সরকার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনকালীন সময়ে মোট ৭ লাখ ৬৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন—যাদের মধ্যে রয়েছেন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি সদস্যরা।

এদের মধ্যে ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্যকে পুলিশ সদর দপ্তরের মানবসম্পদ বিভাগ প্রণীত ৯টি প্রশিক্ষণ মডিউল অনুযায়ী বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এছাড়া দেশের ৪৫ হাজার ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৫ লাখ ৮৫ হাজার আনসার ও ভিডিপি সদস্য প্রশিক্ষণ নিচ্ছেন। এর মধ্যে ১ লাখ ৩৫ হাজার সশস্ত্র ও ৪ লাখ ৫০ হাজার নিরস্ত্র সদস্য থাকবেন। প্রতিটি ভোটকেন্দ্রে গড়ে ১৩ জন নিরাপত্তা সদস্য দায়িত্বে থাকবেন বলে জানা গেছে।

অন্যদিকে, ৩৩ হাজার বিজিবি সদস্য (১ হাজার ১০০ প্লাটুন) নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন, যা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় ৮০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে মাঠে থাকবে।

এদিকে গত শনিবার (১ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা। বৈঠকে প্রধানমন্ত্রী উপদেষ্টা আসন্ন নির্বাচনকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জানা গেছে, নির্বাচনের সময় মাঠে থাকবেন ৯০ হাজার সেনাসদস্য, ২ হাজার ৫০০ নৌবাহিনীর সদস্য এবং ১ হাজার ৫০০ বিমানবাহিনীর সদস্য। প্রতিটি উপজেলায় একটি করে সেনা কোম্পানি মোতায়েনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

বিএনপির প্রাথমিক সদস্যপদ নিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ

বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ