spot_img

টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

অবশ্যই পরুন

বাংলাদেশ সফর ওয়ানডে সিরিজে হারলেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এই সফর শেষেও খুব একটা বিরতির সুযোগ নেই ক্যারিবিয়ানদের। এবার তাদের সামনে পূর্ণাঙ্গ সিরিজের নিউজিল্যান্ড সফর। এই সফরের শুরুতে মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।

সোমবার (৩ নভেম্বর) ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত ১৫ সদস্যের দলে চমক হিসেবে ফিরেছেন পেস অলরাউন্ডার ম্যাথু ফোর্ড। ২০২৩-২৪ মৌসুমে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলা এই ক্রিকেটার চোটের কারণে তিন মাস দলের বাইরে ছিলেন। এছাড়া কিউই সিরিজ দিয়েই লম্বা সময় পর দলে ফিরছেন শামার স্পিঙ্গার।

বাংলাদেশের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন গুড়াকেশ মোতি। বাংলাদেশে তিনটি ওয়ানডে খেলে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। আর টি-টোয়েন্টি খেলেছিলেন মাত্র একটি। সেখানেও বাজে পারফরম্যান্সের জন্যই বাদ পড়লেন এই বাঁহাতি স্পিনার।

আগামী বুধবার (৫ নভেম্বর) অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে পরদিন মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ। এরপর ৯ ও ১০ নভেম্বর নেলসনের স্যাক্সটন ওভালে হবে তৃতীয় ও চতুর্থ ম্যাচ। আর ১৩ নভেম্বর ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে হবে পঞ্চম ও শেষ ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজ শেষে তিনটি করে টেস্ট ও ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে দুই দল।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল : শাই হোপ (অধিনায়ক/উইকেটকিপার), আলিক আথানেজ, আকিম ওগিস, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু (উইকেটকিপার), ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

সর্বশেষ সংবাদ

যুদ্ধ সমাপ্তির পরিকল্পনা চূড়ান্ত করতে রাশিয়ায় শীর্ষ কূটনীতিক পাঠাচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করতে চুক্তি সম্পন্ন করার বিষয়ে ইচ্ছুক রাশিয়া। সেজন্যই মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ