spot_img

পাঁচ দফা দাবি আদায়ে ৬ নভেম্বর পদযাত্রা করবে ৮ রাজনৈতিক দল

অবশ্যই পরুন

পাঁচ দফা দাবি আদায়ে ৬ নভেম্বর পদযাত্রা করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দেবে আটটি রাজনৈতিক দল। দাবি আদায় না হলে ১১ নভেম্বর রাজধানীতে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলন এ কথা জানান খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

তিনি জানান, দাবি আদায়ে তাদের অবস্থান অনড়। তবে সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে যেকোনো সময় গণভোট করতে পারে। কোনোভাবে নতুন করে আরপিও সংশোধন করা যাবে না এবং জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান।

মামুনুল হক বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে নতুন স্বপ্ন পূরণে যে প্রতিজ্ঞা করেছে সরকার, তা বাস্তবায়নের চূড়ান্ত মুহূর্তে এসে মতপার্থক্য কাম্য নয়।

সংবাদ সম্মেলন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানান, সংকট সমাধানে বিএনপিকে আলোচনার আহ্বান জানানো হয়েছে। তারা সাড়া দিলে সংকট থেকে জাতি মুক্তি পাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা।

সর্বশেষ সংবাদ

উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং নাম মারা গেছেন

উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং নাম মারা গেছেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ