বলিউড সুপারস্টার শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান তার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ দিয়ে পরিচালনা করে ইতিমধ্যেই আলোচনায়। সিরিজে কাজ করা শিল্পী ও প্রযুক্তিশিল্পীরা আরিয়ানের কাজের প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি হিন্দি রাশ পডকাস্টে নৃত্য পরিচালক মুদাস্সর খান শেয়ার করলেন সেটে আরিয়ান ও শাহরুখের এক বিশেষ মুহূর্ত, যা তাকে বিস্মিত করেছিল।
মুদাস্সর জানান, গানটির জন্য তিনি একটি রেফারেন্স ভিডিও তৈরি করেছিলেন, যা তিনি এবং আরিয়ান মিলে শাহরুখকে দেখাতে গিয়েছিলেন। তারা শাহরুখের ভ্যানিটি ভ্যানে ঢোকার পর দেখেন, তিনি ফোনে ব্যস্ত। আরিয়ান শান্তভাবে অপেক্ষা করেন। শাহরুখ যখন তাদের দিকে তাকালেন, তখন আরিয়ান তাকে ‘স্যার’ বলে সম্বোধন করে বলেন, স্যার, আমরা গানের জন্য কিছু বানিয়েছি আপনি কি দেখবেন?
শাহরুখ সঙ্গে সঙ্গে রাজি হন এবং ভিডিও দেখার পর প্রশংসা করে বলেন, খুব ভালো। বের হওয়ার আগে তিনি মুদাস্সরের মাথায় হাত রেখে আশীর্বাদও করেন। এরপর আরেকটি প্রি-ভিজুয়ালাইজেশন ভিডিও দেখানোর প্রসঙ্গ উঠলে আরিয়ান আবারও বিনয়ের সঙ্গে বলেন, স্যার, যদি সময় থাকে, আরেকটা ভিডিও দেখাতে পারি? আরিয়ানের এই বিনয়ী ও পেশাদার আচরণে মুদাস্সর বিস্মিত হন। তার কথায়, আমি হলে হয়তো বলতাম‘ড্যাডি, দেখো আমি কী করেছি।
আরিয়ান খানের লেখা ও পরিচালিত ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজে অভিনয় করেছেন লক্ষ্য, সাহের বম্ব্বা, ববি দেওল, রাঘব জুয়াল, অন্যা সিং, মোনা সিং প্রমুখ। এছাড়া শাহরুখ খান, সালমান খান, আমির খান, করণ জোহর, রণবীর সিং, ইমরান হাশমিসহ আরও বহু তারকা অতিথি চরিত্রে দেখা গিয়েছে। সিরিজটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে, বিশেষ করে আরিয়ানের হিউমার ও পরিচালনা দক্ষতার জন্য।
সূত্র: হিন্দুস্তান টাইমস

