spot_img

সেরা উদ্ভাবকের পুরস্কার পেলেন মার্ক জাকারবার্গের স্ত্রী

অবশ্যই পরুন

ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যানকে ইনোভেটর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড বা ‘বছরের সেরা উদ্ভাবক’ পুরস্কার দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

বিজ্ঞান ও স্বাস্থ্য খাতে অসাধারণ অবদানের জন্য ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’-এর সহপ্রতিষ্ঠাতা প্রিসিলা চ্যানকে এ পুরস্কার দিয়েছে প্রভাবশালী মার্কিন পত্রিকাটি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টে আয়োজিত এক অনুষ্ঠানে চ্যানকে ‘ফিলানথ্রপি ইন সায়েন্স’ বিভাগে ওয়াল স্ট্রিট জার্নালের ১৫তম বার্ষিক ইনোভেটর পুরস্কার দেওয়া হয়।

তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, বৃহৎ আকারের বায়োলজিক্যাল ইমেজিং ও ভার্চ্যুয়াল সেল মডেলিংয়ের মতো উন্নত সরঞ্জাম ব্যবহার করে রোগ প্রতিরোধের জন্য কাজ করছেন। এসব কাজের স্বীকৃতি হিসেবেই প্রিসিলাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

বছরের সেরা উদ্ভাবকের পুরস্কার পাওয়ায় স্ত্রীকে অভিনন্দন জানিয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন জাকারবার্গ। যেখানে তিনি লিখেছেন, ‘আমার অসাধারণ স্ত্রী প্রিসিলা চ্যানের জন্য গর্বিত। সে আমাদের জনহিতকর কাজে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে রোগ নিরাময় ও প্রতিরোধের জন্য বছরের সেরা উদ্ভাবক পুরস্কার জিতেছে।’

1
প্রিসিলা চ্যানকে নিয়ে মার্ক জাকারবার্গের ফেসবুক পোস্ট
ছবি: সংগৃহীত

পুরস্কার পাওয়ার পর প্রিসিলাও ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ওয়াল স্ট্রিট ম্যাগাজিনকে বিজ্ঞানের দিকে দৃষ্টি দেওয়ার জন্য ধন্যবাদ।’

উল্লেখ্য, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ম্যাগাজিনের ইনোভেটর অ্যাওয়ার্ডস ২০১১ সাল থেকে দেওয়া হচ্ছে। এই পুরস্কার দেওয়া হয় এমনসব ব্যক্তিকে, যারা তাদের ক্ষেত্রের মধ্যে নতুন ও অর্থবহ কিছু করে দেখিয়েছেন।

ফ্যাশন, শিল্প, সঙ্গীত, নকশা ও মানবকল্যাণ—বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল ও প্রভাবশালী মানুষদের সম্মান জানানো হয় এই আয়োজনে।

এই বছর, প্রিসিলা চ্যান বিজ্ঞান ও স্বাস্থ্য খাতে তার অসাধারণ কাজের জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন।

চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভের মাধ্যমে তিনি গবেষক ও চিকিৎসকদের কঠিন রোগের চিকিৎসা আবিষ্কার এবং প্রযুক্তি ও মানবিকতার মাধ্যমে মানুষের জীবন উন্নত করার কাজে নিয়োজিত আছেন।

সূত্র: এবিপি নিউজ

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ...

এই বিভাগের অন্যান্য সংবাদ