spot_img

ক্যাম্পে যোগ দিয়েই জামাল ভূঁইয়া বললেন— ভারতের বিপক্ষে জিততে চাই

অবশ্যই পরুন

এশিয়ান কাপে খেলার স্বপ্ন আগেই শেষ হয়েছে বাংলাদেশের। বাছাই পর্বের শেষ ম্যাচগুলো এখন শুধুই নিয়মরক্ষার। সেই ধারাবাহিকতায় আগামী ১৮ নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।

এই ম্যাচকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। কোচ হাভিয়ের কাবরেরা বিদেশে থাকায় তার অনুপস্থিতিতেই ক্যাম্পের সূচনা হয়। প্রথম দিনই ক্যাম্পে যোগ দিয়ে ম্যাচের প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কথা বলেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

ভারতের বিপক্ষে জয়ই তার মূল লক্ষ্য বলে স্পষ্ট জানিয়েছেন জামাল। সংবাদমাধ্যমকে তিনি বলেন, এইটা মানে একটা বড় ম্যাচ, আমি মনে করি। কারণ এটা তো ভারত। বাংলাদেশ-ভারতের একটা ভালো হিস্টোরি আছে। তাই আমরা ভারতের সঙ্গে জিততে চাই। আর ভারত অনেক বছর পরে বাংলাদেশে খেলবে।

জামালের মতে, ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তিনি বলেন, আমার মনে হয় ভারতের সঙ্গে সবাই এক্সাইটমেন্ট থাকবে। শুধু ফুটবল ফ্যানরা না, যারা ফুটবল নিয়মিত ফলো করে না, তারাও এক্সাইটেড থাকবে। কারণ দলটা ভারত। আর আমরা যারা বাংলাদেশি, আমরা ভারতের সঙ্গে জিততে চাই।

বাছাই পর্বের প্রস্তুতি হিসেবে আগামী ১৩ নভেম্বর একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শুরুতে আফগানিস্তানের বিপক্ষে খেলার কথা থাকলেও তারা বাংলাদেশে না আসায় প্রতিপক্ষ পরিবর্তন করে নেপালকে নেওয়া হয়েছে।

এই পরিবর্তনে দলের প্রস্তুতিতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন অধিনায়ক। জামাল বলেন, আমি মনে করি আফগানিস্তান আর নেপাল টিম ওয়াইজ কাছাকাছি, খুব বেশি পার্থক্য নেই। এটা একটা প্রিপারেশন ম্যাচ, ভারতের বিপক্ষে খেলার আগে এটা আমাদের কাজে দেবে। অবশ্যই আমরা চাইছিলাম আফগানিস্তান আসুক, কিন্তু তারা আসতে পারল না। আমার টিমে চার-পাঁচজন নেপালি খেলোয়াড় আছে, যারা ন্যাশনালি খেলে। তাই তাদের সঙ্গে খেলা একটু ফানও হবে।

বাংলাদেশ-ভারত ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায়, যেখানে লাল-সবুজের দল জয় দিয়ে শেষ করতে চায় তাদের এশিয়ান কাপ বাছাই অভিযানের শেষ অধ্যায়।

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ...

এই বিভাগের অন্যান্য সংবাদ