spot_img

শি মহান নেতা, তার সঙ্গে অসাধারণ বৈঠক হয়েছে: ট্রাম্প

অবশ্যই পরুন

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে ট্রাম্প বলেন, শি মহান নেতা, তার সঙ্গে অসাধারণ বৈঠক হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ কথা জানিয়েছে।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, “এটি ছিল এক অসাধারণ বৈঠক। তিনি একজন মহান নেতা। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছি এবং অল্প সময়ের মধ্যেই আমরা তা আপনাদের জানাবো।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে ফেন্টানিল উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক উপাদানের ওপর শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নামিয়ে আনা হয়েছে।

ট্রাম্প আরও বলেন, “চীন আগেই ঘোষণা করেছে যে, তারা বিপুল পরিমাণ সয়াবিন কিনতে শুরু করবে, আমি সেটির জন্য কৃতজ্ঞ।”

তবে এখনো কোনো বাণিজ্য চুক্তি ঘোষণা করা হয়নি।

বৈঠকের শেষে দুই নেতা হাত মেলান এবং এরপর বিদায় নেন।

বৈঠকের আগে, ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে মার্কিন যুদ্ধ দপ্তরকে “অবিলম্বে” আমেরিকার পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দেন।

সর্বশেষ সংবাদ

দল বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় ‘শাপলা কলি’ যুক্ত হয়েছে: ইসি সচিব

কোনও দলের বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় কমিশন 'শাপলা কলি' যুক্ত করেছে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব...

এই বিভাগের অন্যান্য সংবাদ